শনিবার

২৪ মে, ২০২৫
১০ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৭ জিলক্বদ, ১৪৪৬

গোসাইরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মে, ২০২৫ ২০:০৭

শেয়ার

গোসাইরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাহাত নামে আট বছরের ১ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রাহাত গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের বকসম পট্রি গ্রামের রাজন মোল্যার ছেলে।
মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার নানা বাড়িহাটুরিয়া বেড়াতে এসে বেলা ১১টার দিকে অন্যান্য শিশুদের সাথে পুকুরে গোসল করতে যায়। সবাই বাড়ি ফিরলেও রাহাত না ফেরায় খোঁজাখুজি শুরু হয়। বেলা ১২টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় শিশুর মৃত দেহ পাওয়া যায়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে এঘটনায় এখনও পর্যন্ত কোনো কোনো মামলা হয় নি।

banner close
banner close