
নীলফামারীর ডিমলায় খগাখরিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে আটক করেছে ডিমলা থানা পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আফতাব উদ্দিন সরকারের ভাগ্নে।
শনিবার দুপুরে উপজেলার খগাখরিবাড়ি ইউনিয়নের টুনিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিমলা থানা পুলিশ জাহাঙ্গীরের আটকের বিষয়টি নিশ্চিত করেছে।পুলিশ জানায়, পলাতক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে টুনিরহাট বাজারসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ছাত্রলীগকে উসকে দেওয়া এবং সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, দাঙ্গা-ফ্যাসাদ ও লুটপাটের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। পরে তাকে আদালতে সোপার্দ করা হয় বলে জানান তিনি।
আরও পড়ুন: