শনিবার

২৪ মে, ২০২৫
১০ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৭ জিলক্বদ, ১৪৪৬

ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবিলায় ভোলায় প্রস্তুত ৮৬৯ আশ্রয়কেন্দ্র

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত: ২৪ মে, ২০২৫ ১৬:১০

শেয়ার

ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবিলায় ভোলায় প্রস্তুত ৮৬৯ আশ্রয়কেন্দ্র
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড়শক্তিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় মোকাবিলায় ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিষয়ে এক জরুরি সভা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

সভায় জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, ‌‘ঘূর্ণিঝড় শক্তি মোকাবিলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ১৪টি মাটির কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। ছাড়াও সিপিপি রেডক্রিসেন্টসহ ১৩ হাজার ৮০০ সেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে ৯৭টি মেডিকেল টিম।

তিনি বলেন, ঝড় মোকাবিলায় দুর্যোগের আগে, দুর্যোগকালীন দুর্যোগ পরবর্তী মোট ধাপের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মেডিকেল টিম, শুকনো খাবার, চাল মজুত রাখার পাশাপাশি সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, বিচ্ছিন্ন দ্বীপে বসবাসকারী জনগোষ্ঠীকে নিরাপদে আনতে প্রস্তুতি নেওয়া হয়েছে। মজুত রাখা হয়েছে ২৯১ টন চাল দেড় হাজার প্যাকেট শুকনো খাবার লাখ টাকার শিশু খাদ্য।

এদিকে পুলিশ, কোস্টগার্ড, নৌপুলিশ, ফায়ার সার্ভিসসহ সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক রাখা হয়েছে। পাশাপাশি দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং ঝড় মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক।

banner close
banner close