শনিবার

২৪ মে, ২০২৫
১০ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৬ জিলক্বদ, ১৪৪৬

বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মে, ২০২৫ ১২:৩৭

শেয়ার

বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট ইউনিয়নের বসকোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৪ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে। শুক্রবার (২৩ মে) রাতে এই ঘটনা ঘটে।

ফেরত আসা ২৪ জনের মধ্যে পুরুষ ১২ জন, মহিলা ৮ জন এবং শিশু ৪ জন রয়েছে। জানা গেছে, তারা সবাই কাজের সন্ধানে ভারতের দিল্লি অঞ্চলে গিয়েছিলেন। অবৈধপথে ভারতে প্রবেশ করায় তাদের আটক করে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যাচাই-বাছাই করে তাদের প্রকৃত বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়। এরপর বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত আনা হয়।

রাতেই ফেরত আসা ব্যক্তিদের স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় যাচাই ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

banner close
banner close