শনিবার

২৪ মে, ২০২৫
৯ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৬ জিলক্বদ, ১৪৪৬

সিংগাইরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ মে, ২০২৫ ১৭:৫০

শেয়ার

সিংগাইরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা
প্রকৌশলী  আবু সায়েম।

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে তিন ফসলী কৃষি জমির মাটি কাটার প্রতিবাদ করায় প্রকৌশলী আবু সায়েম (৪৫) নামের এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ মাটি ব্যাবসায়ীদের হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে ওই যুবক সিংগাইর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আবু সায়েম উপজেলা জার্মিত্তা ইউনিয়নের চাপরাইল গ্রামের মৃত সোবান এর ছেলে।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের জার্মিত্তা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই একটি চক্র অবৈধভাবে তিন ফসলির জমির মাটি কেটে বিক্রি করে আসছে। প্রকৌশলী আবু সায়েম ওই মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং এলাকাবাসীর সহায়তায় মানববন্ধনও করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাটি ব্যবসায়ী চক্রটি বৃহস্পতিবার সন্ধ্যায় ওই যুবকের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করা হয়। এ সময় হামলায় স্থানীয় মাটি ব্যবসায়ী আয়নাল এর নেতৃত্বে খোকন, রতন, স্বপন, বক্কার, জমির, ফারুক, কফিল, রফিকুল সহ অজ্ঞাত আরো ৪-৫ জন সায়েমের উপরে এ হামলা চালায় বলে অভিযোগ উঠে।

হামলায় আহত আবু সায়েম এ প্রতিবেদককে জানান, আমার এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মের বিরদ্ধে প্রতিবাদ করে আসছি। গত ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর সিংগাইরে ভাষা শহিদ রফিক সেতুন টোল মুক্তের ডাক দিয়েছিলাম আমি। আমার সেই ডাকে ছাত্র জনতা ও দলবল নির্বিশেষে সবাই প্রতিবাদে অংশগ্রহণের ফলে বন্ধ হয় ব্রিজের টোল আদায় । এছাড়াও আমি যেখানে অন্যায় অবৈধ কোনো কাজ দেখতাম, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির মধ্য দিয়ে প্রতিবাদ করতাম। এ কারণেই একটি শ্রেণী যারা অবৈধ কাজ কর্মে লিপ্ত থাকে তারা অনেকেই আমার এই প্রতিবাদে ক্ষিপ্ত হয়। এর ফলেই মাটি কাটা বন্ধ করাকে কেন্দ্র করেই আমার ওপর হামলা হয়। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ বিষয়ে সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জে.ও.এম তৌফিক আজম বলেন, এখনো পর্যন্ত এ ঘটনার কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আাইনগত ব্যবস্থা নেয়া হবে।

banner close
banner close