শুক্রবার

২৩ মে, ২০২৫
৯ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৬ জিলক্বদ, ১৪৪৬

ভৈরবে বাজারের ভেতর ঢুকে গেল ট্রাক, নিহত ২

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ মে, ২০২৫ ১২:১৪

শেয়ার

ভৈরবে বাজারের ভেতর ঢুকে গেল ট্রাক, নিহত ২
ছবি : বাংলা এডিশন

ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভৈরবের আকবরনগর বাস স্ট্যান্ড এলাকায় বাজারে ট্রাক উঠে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

শুক্রবার এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত দুজন হলেন- আ. আলিম (৬০), ও আঙ্গুর মিয়া (৫০)।

আলিম উপজেলার মিরারচর গ্রামের মৃত সাবু মিয়ার ছেলে। নিহত আঙ্গুর একই উপজেলার মৃত হলেক চানের ছেলে।

ভৈরব ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী কাঠভর্তি একটি ট্রাক ও ভৈরবগামী দুটি সিএনজি চালিত অটোরিকশা আকবর নগর বাস স্ট্যান্ডে সড়কের পাশে বাজারে উঠে পড়ে। এ সময় আ. আলিম বাজারে দুধ বিক্রি করছিলেন ও আঙ্গুর মিয়া বাজারে মুরগি বিক্রি করতে আসে।

এ সময় ঘাতক ট্রাক চাপা দিলে আলিম ঘটনাস্থলে নিহত হন ও আঙ্গুর মিয়াকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পথে তার মৃত্যু হয়।

সিএনজি চালিত অটোরিকশাতে থাকা আহতরা হলেন- ইউনুস (৪৫), নয়ন (১৭), স্বপন (৩৩)। তাদের ভৈরবের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ওসি শাহাবুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কাঠভর্তি একটি ট্রাক ও দুটি সিএনজি চালিত অটোরিকশা একসঙ্গে বাজারের ওপর উঠে যায়।

এতে ২ জন নিহত হন। ঘাতক ট্রাকটিকে আমরা থানায় নিয়ে আসি। কিন্তু ট্রাকটির চালক ও হেলপার পলাতক রয়েছে। দুর্ঘটনার পর ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রয়েছে।

ভৈরব ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল-আমিন কালের কণ্ঠকে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে ট্রাকচাপায় ১ জন নিহত অবস্থায় পাই।

মুমূর্ষু অবস্থায় আরেকজনকে আমরা হাসপাতালে প্রেরণ করলে তিনি মারা যান বলে আমরা জানতে পেরেছি।

banner close
banner close