শুক্রবার

২৩ মে, ২০২৫
৯ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৫ জিলক্বদ, ১৪৪৬

সাভারে অবৈধ রেলিক সিটিতে অভিযান চালিয়েছে রাজউক, গুড়িয়ে দিয়েছে অবৈধ স্থাপনা ও বিলবোর্ড

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে, ২০২৫ ২০:১৯

শেয়ার

সাভারে অবৈধ রেলিক সিটিতে অভিযান চালিয়েছে রাজউক, গুড়িয়ে দিয়েছে অবৈধ স্থাপনা ও বিলবোর্ড
ছবি : বাংলা এডিশন

অবশেষে সাভারে অবৈধ রেলিক সিটিতে অভিযান চালিয়েছে রাজউক, গুড়িয়ে দিয়েছে অবৈধ স্থাপনা ও বিলবোর্ড। এ সময় প্রতিষ্টানটিকে নগদ ১০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রমাণ আদালত।

৮ হাজার ২৫১ বিঘার মেগা সিটির নকশা তৈরি করে প্রতারণা করা সাভারের রেলিক সিটিতে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

এ সময় তারা গুড়িয়ে দিয়েছে অবৈধ স্থাপনা ও বিলবোর্ড। কোন ধরনের বৈধতা না থাকায় এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে চালানো হয় এ অভিযান। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানটির পরিচালকও বৈধতা না থাকার বিষয়টি স্বীকার করেন।
এদিকে এমন অভিযানে খুশি স্থানীয় গ্রামবাসি।

তাদের দাবি দ্রুত স্থায়ী ভাবে বন্ধ হবে অবৈধ রেলিক সিটির সকল কার্যক্রম। চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের বোকা বানিয়ে প্রতারণা করে আসছিল রেলিক সিটি নামের আবাসন প্রতিষ্ঠানটি। গ্রামবাসীর বাড়িঘর, স্কুল-মসজিদ, মাদ্রাসা, এতিমখানা-বৃদ্ধাশ্রম এর জায়গায় প্লট দেখিয়ে ভূয়া নকশা তৈরির অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

banner close
banner close