মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

সর্বশেষ
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত এক তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় পোশাক কারখানা নিয়ে সতর্কতা বিজিএমইএর বাঁশখালীর ঐতিহ্যবাহী বৈলগাঁও চা বাগানে সাড়ে ৪ লাখ কেজি চা উৎপাদনের পরিকল্পনা ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ঐক্যের বার্তা, প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন বিএনপির সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ধামরাইয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা তারেক রহমানের নিরাপত্তা: উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি

শরীয়তপুরে ভাঙা সেতু দিয়ে হাজারো মানুষের চলাচল

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে, ২০২৫ ১৪:১২

শেয়ার

শরীয়তপুরে ভাঙা সেতু দিয়ে হাজারো মানুষের চলাচল
শরীয়তপুরের বুড়িরহাটের ভাঙা সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে হাজারো মানুষের চলাচল করে।

শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট বাজারের পূর্বপ্রান্তের একটি সেতুর অর্ধেকটাই ভেঙে গেছে। আর এই ভাঙা সেতুর ওপর দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। স্থানীয়দের দাবি, অতিদ্রুত ভাঙা সেতু মেরামত বা নতুন সেতু নির্মাণ করে জনদূর্ভোগ থেকে রক্ষা করা।

সরেজমিন গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট একটি গুরুত্বপূর্ণ বাজার। এই বাজারের আশপাশে দুইটি কলেজ, একটি উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বিশেষ করে এই এলাকাটি সদর উপজেলায় হলেও এর এক পাশে ডামুড্যা ও আরেক পাশে ভেদরগঞ্জ উপজেলা। তিন উপজেলার মধ্যবর্তী হওয়ায় এই এলাকা দিয়ে মানুষের চলাচল বেশি। তবে, বছর খানেক আগে বুড়িরহাট বাজারের পূর্বপ্রান্তের একটি সেতুর অর্ধেকটাই ভেঙে গেছে। আর এই সেতু দিয়ে পার হয়ে বুড়িরহাট আব্দুর রাজ্জাক কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়৷ এছাড়াও ভাঙা সেতুর প্রান্তেই বেশ কয়েকটি ছাত্রাবাস রয়েছে। ওই ছাত্রাবাসের শিক্ষার্থীরা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী। আর সদরের চন্দনকরসহ ডামুড্যার ইসলামপুর ইউনিয়ন ও ভেদরগঞ্জের ছয়গাঁও এলাকার বহু লোক এই সেতু দিয়ে প্রতিনিয়ত বুড়িরহাট বাজার সহ জেলা সদরে যাতায়াত করে। ঝুঁকিপূর্ণ এই ভাঙা সেতু দিয়ে চলাচল করতে গিয়ে ইতোপূর্বে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। তবুও এখনও পর্যন্ত সেতুটি মেরামত বা নতুন সেতু নির্মাণের উদ্যোগ না নেয়ায় জনপ্রতিনিধিদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভাঙা সেতুর কারণে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। অবিলম্বে সেতুটি মেরামত বা নতুন সেতু নির্মাণে দাবি তাদের।

কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা ভাঙা সেতুটির ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করি। যেকোনো মূহুর্তে এটি ভেঙে পড়তে পারে। আগের জনপ্রতিনিধিরা কোনো কাজ সঠিকভাবে করেনি। এখন যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনা এড়াতে অবিলম্বে ভাঙা সেতুটি মেরামত করা জরুরি। পাশাপাশি সরকারের উচিত নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়া।

স্থানীয় বাসিন্দা টুকু মুন্সী, আমিন বেপারী বলেন, কয়েক বছর আগে এই সেতু নির্মিত হয়েছিল। এর পূর্বপ্রান্তে আব্দুর রাজ্জাক কলেজ, স্কুল সহ ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলার অনেক মানুষ যাতায়াত করে। এছাড়া পশ্চিমপ্রান্তে বুড়িরহাট বাজার, স্কুল, মাদরাসা, পলিটেকনিক ইন্সটিটিউট, ব্যাংক রয়েছে। প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। সেতুটি ভেঙে পড়ে দেখার যেন কেউ নেই। জনদূর্ভোগ ও ঝুঁকি এড়াতে অতিদ্রুত সেতুটি মেরামত করা প্রয়োজন।

এ ব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, আমরা বিষয়টি জানতে পেরে এলজিইডি শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলীকে ভাঙা সেতুটি অতিদ্রুত মেরামত করার প্রস্তাব দিয়েছি। আশা করছি খুব শিগরই ভাঙা সেতুটি মেরামত করা হবে। যাতে করে মানুষ ঝুঁকি ও শঙ্কামুক্তভাবে চলাচল করতে পারে।



আরও পড়ুন:

banner close
banner close