মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

সর্বশেষ
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত এক তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় পোশাক কারখানা নিয়ে সতর্কতা বিজিএমইএর বাঁশখালীর ঐতিহ্যবাহী বৈলগাঁও চা বাগানে সাড়ে ৪ লাখ কেজি চা উৎপাদনের পরিকল্পনা ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ঐক্যের বার্তা, প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন বিএনপির সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ধামরাইয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা তারেক রহমানের নিরাপত্তা: উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশ-ইন, আটক ১১

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে, ২০২৫ ১২:১১

শেয়ার

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশ-ইন, আটক ১১
ছবি: বাংলা এডিশন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১১ জন ভারতীয়কে বাংলাদেশে ঠেলে দিয়েছে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে। এদের মধ্যে ৪ জন শিশু এবং ৭ জন নারী রয়েছে।

বুধবার দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে রহমতপুর গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে এদের পুশইন করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ধবলসুতী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন।

বিজিবি জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে আটকের পর তাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ভারতীয় কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ ও ভারতীয় পুলিশ।

বিজিবি ও স্থানীয়রা জানায়, গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে পুশ-ইন হয়ে দেশে ঢোকার পর তারা হেটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজারে পৌছালে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। এ সময় কয়েকজন পালাতে সক্ষম হন।

পরে বিজিবি এসে ওই ১১ জনকে নিয়ে যায়। আটকদের বরাতে স্থানীয়রা দাবি করেন, শুধু ১১ জন নয়, বুধবার দুই দফায় অন্তত ৫০ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে। তারা গ্রেফতারের ভয়ে আত্মগোপনে চলে গেছেন।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে মাঠপর্যায়ে পুলিশ কাজ করছে।’



আরও পড়ুন:

banner close
banner close