
সাভার ও আশুলিয়ার জলাবদ্ধতা দূর করার জন্য দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
আজ দুপুরে সাভারের আশুলিয়ার শুটিং বাড়ি এলাকায় হাজেরা খাতুন দাখিল মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এসময় আরো বলেন, টানা দুদিনের বৃষ্টিতে সাভার আশুলিয়ায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে গার্মেন্টস শ্রমিকসহ নানা শ্রেণী পেশার মানুষ দুর্ভোগে পড়েছেন।
দুর্ভোগ লাগোবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি জলাবদ্ধতা খুব শীঘ্রই দূর করবেন বলেও জানান ।
এসময় আশুলিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদী হাসান আজাদসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: