মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

সর্বশেষ
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত এক তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় পোশাক কারখানা নিয়ে সতর্কতা বিজিএমইএর বাঁশখালীর ঐতিহ্যবাহী বৈলগাঁও চা বাগানে সাড়ে ৪ লাখ কেজি চা উৎপাদনের পরিকল্পনা ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ঐক্যের বার্তা, প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন বিএনপির সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ধামরাইয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা তারেক রহমানের নিরাপত্তা: উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ২ জন নিহত, আহত ১ জন

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে, ২০২৫ ২০:১২

শেয়ার

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ২ জন নিহত, আহত ১ জন
প্রতীকী ছবি

নীলফামারী জেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়ায় ঘর নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বাড়ির নির্মাণকাজে পরিবারটির সদস্যরা সকলে অংশ নিচ্ছিলেন। হঠাৎ করে পই লাগানোর সময় ঘরের মধ্যে থাকা একটি পুরনো বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে যায় তাদের ওপর। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শ্বশুর সোলাইমান হোসেন (৬৩) ও পুত্রবধূ শাবানা (২৯)। গুরুতর আহত অবস্থায় ওয়াতোন (৫০) কে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা দলে দলে নিহতদের বাড়িতে ছুটে আসছেন। এক পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক ও নিস্তব্ধতা।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শাহ জানান, "এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছি। এ ইউনিয়নে মঙ্গলবার (২০ মে) দুটি শিশু পানিতে ডুবে নিহতের পর আজকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটলো।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তারা ঘটনাটি খতিয়ে দেখছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়েছেন।



আরও পড়ুন:

banner close
banner close