মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

সর্বশেষ
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত এক তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় পোশাক কারখানা নিয়ে সতর্কতা বিজিএমইএর বাঁশখালীর ঐতিহ্যবাহী বৈলগাঁও চা বাগানে সাড়ে ৪ লাখ কেজি চা উৎপাদনের পরিকল্পনা ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ঐক্যের বার্তা, প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন বিএনপির সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ধামরাইয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা তারেক রহমানের নিরাপত্তা: উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি

পদ্মাসেতু-ভাঙ্গা হাইওয়ে এলাকায় খেলনা পিস্তলসহ ভুয়া র‍্যাব আটক

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে, ২০২৫ ১৬:৩৫

শেয়ার

পদ্মাসেতু-ভাঙ্গা হাইওয়ে এলাকায় খেলনা পিস্তলসহ ভুয়া র‍্যাব আটক
খেলনা পিস্তলসহ ভুয়া র‍্যাব আটক।

পদ্মা সেতু দক্ষিণ এলাকায় মো. আশিকুর রহমান (৩২) নামে ভুয়া র‌্যাব পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

বুধবার (২১ মে) পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি নকিব আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের পাচ্চর মোল্লা বাজার সংলগ্ন আন্ডারপাসের কাছ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা খেলনা পিস্তল-আইডি কার্ড জব্দ করা হয়।

আটককৃত মো. আশিকুর রহমান রাজশাহী জেলার তানোর থানার মালশিরা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে পদ্মা সেতু দক্ষিণ থানার হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শিবচর হাইওয়ে পুলিশ নিয়মিত চেকপোস্ট ডিউটি চলাকালে একটি মাইক্রোবাসকে থামতে নির্দেশ দিলে গাড়ি থেকে নামেন এক ব্যক্তি। কোমরে পিস্তল ও হাতে ওয়াকি-টকি থাকা অবস্থায় তিনি নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দেন এবং জানান, তাদের গাড়িতে একজন আসামি রয়েছে। পরবর্তীতে তিনি পুলিশ সদস্যদের একটি র‌্যাবের পরিচয়পত্র প্রদর্শন করেন। তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ সদস্যরা পরিচয়পত্রটি যাচাই করতে শুরু করেন। প্রাথমিক পর্যবেক্ষণে তা ভুয়া মনে হলে তাকে আটক করার চেষ্টা করা হয়। এই অবস্থায় মাইক্রোবাসে থাকা অন্য পাঁচ ব্যক্তি দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যক্তিকে আটক করে পুলিশ।

আরও জানাগেছে, পালিয়ে যাওয়া মাইক্রোবাসে আরও পাঁচজন ব্যক্তি ছিলেন- জুয়েল (৩৮), ড্রাইভার রাসেল (৪০), হাসান (২৮), জাহাঙ্গীর (৩৫) ও রফিকুল (২৮)। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ধাতব খেলনা পিস্তল, একটি ওয়াকি-টকি, দুটি ভুয়া আইডি কার্ড, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকা।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি নকিব আকরাম হোসেন বলেন, একজন সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত ব্যক্তি ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা করছিল। পুলিশ সদস্যদের বুদ্ধিমত্তার কারণে তিনি ধরা পড়েন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক স্বীকার করেছেন, সে (আশিক) সেনাবাহিনী থেকে তিনি পূর্বে বরখাস্ত হয়েছেন এবং বর্তমানে কোনো সরকারি বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।



আরও পড়ুন:

banner close
banner close