মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

সর্বশেষ
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত এক তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় পোশাক কারখানা নিয়ে সতর্কতা বিজিএমইএর বাঁশখালীর ঐতিহ্যবাহী বৈলগাঁও চা বাগানে সাড়ে ৪ লাখ কেজি চা উৎপাদনের পরিকল্পনা ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ঐক্যের বার্তা, প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন বিএনপির সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ধামরাইয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা তারেক রহমানের নিরাপত্তা: উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি: রাতভর লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে, ২০২৫ ১৬:২১

শেয়ার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি: রাতভর লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাসে ডাকাতি।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ এক বাস ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত সশস্ত্র ডাকাত দল একটি যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। ডাকাতির সময় নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বাসচালক, সুপারভাইজার যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে রংপুরগামী 'আল ইমরান' পরিবহনের একটি বাস ৪৫ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। পথে সাভার, বাইপাইল আশুলিয়া থেকে আরও কিছু যাত্রী ওঠেন। রাত সাড়ে ১১টার দিকে বাসটি টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে যাত্রীবেশে ওঠা -১০ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নেয়।

ডাকাত দল বাসের চালকসহ যাত্রীদের চোখ-মুখ বেঁধে ফেলে এবং বাসটি ঘুরিয়ে যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে ঢাকার দিকে চলতে থাকে। তারা বাসটি সাভারের চন্দ্রা-আশুলিয়া সড়ক পর্যন্ত নিয়ে যায় এবং সারা রাত ধরে একাধিকবার টাঙ্গাইল ঢাকার বিভিন্ন রুটে চক্কর দেয়। এসময় প্রতিটি যাত্রীকে তল্লাশি করে মুঠোফোন, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়।

বাসের যাত্রী জুয়েল মিয়া অভিযোগ করেন, লুটপাটের সময় নারী যাত্রীদের তল্লাশির নামে শ্লীলতাহানি করা হয়। তিনি নিজে চোখ বাঁধা অবস্থায় নারী যাত্রীদের কান্না মিনতি শুনেছেন। অপর যাত্রী আকাশ মিয়া জানান, ডাকাতরা হাত-পা বেঁধে প্রতিটি যাত্রীর দেহ কয়েকবার তল্লাশি করে।

বাসচালক আবেদ আলী জানান, রাতভর বাসটি নিয়ে ডাকাতরা চার থেকে পাঁচবার যাতায়াত করে। ভোর সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি ফেলে রেখে তারা পালিয়ে যায়। পরে বাসটি নিয়ে যাত্রীদের সঙ্গে সদর থানায় যান তিনি।

ঘটনায় টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমদ জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ কাজ শুরু করেছে।

উল্লেখ্য, এর আগেও একই মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১৭ ফেব্রুয়ারি 'ইউনিক রয়েলস' পরিবহনের একটি বাসে ডাকাতি নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এর আগে ২০২২ সালের আগস্ট কুষ্টিয়াগামী একটি বাসে একই কায়দায় ডাকাতি ধর্ষণের ঘটনা ঘটে।



আরও পড়ুন:

banner close
banner close