মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

সর্বশেষ
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত এক তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় পোশাক কারখানা নিয়ে সতর্কতা বিজিএমইএর বাঁশখালীর ঐতিহ্যবাহী বৈলগাঁও চা বাগানে সাড়ে ৪ লাখ কেজি চা উৎপাদনের পরিকল্পনা ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ঐক্যের বার্তা, প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন বিএনপির সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ধামরাইয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা তারেক রহমানের নিরাপত্তা: উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি

সৈয়দপুর রেলকারখানায় চোরাই সরঞ্জামসহ চোর আটক

নীলফামারী প্রতিনিধি 

প্রকাশিত: ২১ মে, ২০২৫ ১৪:৫০

শেয়ার

সৈয়দপুর রেলকারখানায় চোরাই সরঞ্জামসহ চোর আটক
রেলের সরঞ্জাম চুরি দায়ে শ্যামল সিংহ আটক।

দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখার সুউচ্চ প্রাচীর টপকে রেলের সরঞ্জাম চুরি দায়ে শ্যামল সিংহ (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। বুধবার (২১ মে) দুপুরে ওই ব্যক্তিকে আটক করে সৈয়দপুর থানার কাছে হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, কারখানার উঁচু দেওয়াল টপকে প্রায় প্রতিদিনই রেলওয়ে কোচ থেকে লোহা ও যন্ত্রাংশ চুরি করতো কে বা কারা। হ্যাসকো ব্লেড দিয়ে কোচের আন্ডার ফ্রেম (কোচের নীচের অংশ) থেকে লোহা, ইস্পাত, পাইপ বিভিন্ন ফিটিংস চুরি যাচ্ছিল। এ অবস্থায় ওৎ পেতে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের হাতে শ্যামল সিংহ (৪৫) নামে এক ব্যক্তি ধরা পড়েন। তার হাত থেকে চুরি যাওয়া রেলের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার ইয়ার্ডে।

আরএনবি সূত্র জানায়, নিরাপত্তা বাহিনী ও কারখানা শ্রমিকদের চোখ ফাঁকি দিয়ে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন শ্যামল সিংহ নামের ওই ব্যক্তি। তিনি কারখানা সংলগ্ন পাওয়ার হাউস এলাকার রাম সিংহ এর ছেলে। ধরা পড়ার পর জিজ্ঞাসবাদে তিনি অপকর্মের কথা স্বীকার করেন এবং নিয়মিত এভাবে কারখানায় চুরি করতেন বলে জানান।

সৈয়দপুর রেলওয়ে কারখানার নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর ইলিয়াস হোসেন জানান, চুরির দায়ে ওই শ্যামল সিংহ কে আটক করে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ সত্যতা স্বীকার করে বলেন, রেলওয়ে কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close