মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

সর্বশেষ
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত এক তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় পোশাক কারখানা নিয়ে সতর্কতা বিজিএমইএর বাঁশখালীর ঐতিহ্যবাহী বৈলগাঁও চা বাগানে সাড়ে ৪ লাখ কেজি চা উৎপাদনের পরিকল্পনা ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ঐক্যের বার্তা, প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন বিএনপির সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ধামরাইয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা তারেক রহমানের নিরাপত্তা: উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি

সিরাজগঞ্জ চৌহালীতে কৃষককে শ্বাসরোধে হত্যা, ৫টি গরু লুট

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে, ২০২৫ ১৩:১২

শেয়ার

সিরাজগঞ্জ চৌহালীতে কৃষককে শ্বাসরোধে হত্যা, ৫টি গরু লুট
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুরাদপুর কাউলিয়া চরে কৃষক তারা মিয়া (৬৫)কে শ্বাসরোধে হত্যা করে পাঁচটি গরু লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে এ নির্মম ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের বাসিন্দা। তিনি তার নাতি ইব্রাহিম (১৮)কে সঙ্গে নিয়ে ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরে অস্থায়ী ঘর তুলে কৃষিকাজ ও গবাদিপশু পালনের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল রামদা ও লোহার রডসহ অস্ত্র নিয়ে তাদের ঘরে হামলা চালায়। প্রথমে তারা ইব্রাহিমকে মারধর করে বস্তায় ঢুকিয়ে আটকে রাখে। এরপর তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘরে থাকা পাঁচটি গরু লুট করে ডাকাতরা নৌকাযোগে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে চৌহালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। গরু উদ্ধারের চেষ্টা ও আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।



আরও পড়ুন:

banner close
banner close