মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

সর্বশেষ
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত এক তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় পোশাক কারখানা নিয়ে সতর্কতা বিজিএমইএর বাঁশখালীর ঐতিহ্যবাহী বৈলগাঁও চা বাগানে সাড়ে ৪ লাখ কেজি চা উৎপাদনের পরিকল্পনা ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ঐক্যের বার্তা, প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন বিএনপির সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ধামরাইয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা তারেক রহমানের নিরাপত্তা: উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি

শেরপুরে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৫ ১১:১৮

শেয়ার

শেরপুরে কমতে শুরু করেছে নদ-নদীর পানি
ছবি: সংগৃহীত

শেরপুরে মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টি না হওয়ায় জেলার নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি কমলেও কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

বুধবার সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোগাই নদীর নকুগাঁও পয়েন্টে পানি বিপৎসীমার ৩৭৯ সেন্টিমিটার নিচে, নালিতাবাড়ী পয়েন্টে ২৪৬ সেন্টিমিটার নিচে এবং পুরাতন ব্রহ্মপুত্র নদে ৬৩৭ সেন্টিমিটার নিচে রয়েছে।

মঙ্গলবার মহারশি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় এলাকায় নদীর পাড়ে ফাটল সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বাঁধে ফাটল দেখা দেয়ায় দ্রুত মেরামতের প্রয়োজন। তবে বৃষ্টি না থাকায় পানি কমতে শুরু করেছে, এই অবস্থায় স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে যাতে বাঁধটি ভালোভাবে করা হয়।

জেলা কৃষি বিভাগ কৃষকদের পাকা ধান দ্রুত কেটে উঁচু স্থানে সংরক্ষণের পরামর্শ দিয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করা হয়।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক রয়েছে। আমরা সব সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ইতোমধ্যে উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে মিটিং করা হয়েছে এবং কোনো ধরনের সমস্যা দেখামাত্রই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হচ্ছে।’



আরও পড়ুন:

banner close
banner close