বুধবার

২১ মে, ২০২৫
৬ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৩ জিলক্বদ, ১৪৪৬

বাংলাদেশের পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে ভারতের বেশি ক্ষতি : আসিফ মাহমুদ

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে, ২০২৫ ২১:৫৬

শেয়ার

বাংলাদেশের পণ্য রপ্তানিতে  ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে ভারতের বেশি ক্ষতি : আসিফ মাহমুদ
ছবি : বাংলা এডিশন

বাংলাদেশের পণ্য রপ্তানিতে  ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে ভারতের বেশি ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক যুব সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি এসময় আরো বলেন, ভারত বাংলাদেশে বেশি পণ্য রপ্তানি করে থাকে, যেহেতু ভারত বাংলাদেশী পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তাই আমরা বিকল্প ব্যবস্থা খুঁজছি, এই নিষেধাজ্ঞায় দেশের ব্যবসায়ীদের কিছু ক্ষতি হবে জানিয়ে তিনি আরও বলেন ইশরাকের বিষয়টি যেহেতু আদালতের উপরে বিচারাধীন রয়েছে তাই এ বিষয়ে কোন মন্তব্য করা সমীচন না।

এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহা-পরিচালক গাজী মোহাম্মদ সাইফুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সিংক আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া উপদেষ্টা।

banner close
banner close