মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

সর্বশেষ
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত এক তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় পোশাক কারখানা নিয়ে সতর্কতা বিজিএমইএর বাঁশখালীর ঐতিহ্যবাহী বৈলগাঁও চা বাগানে সাড়ে ৪ লাখ কেজি চা উৎপাদনের পরিকল্পনা ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ঐক্যের বার্তা, প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন বিএনপির সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ধামরাইয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা তারেক রহমানের নিরাপত্তা: উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি

‘আ.লীগের দোসর’ তালিকায় রৌমারীর ইউএনও’র নাম

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে, ২০২৫ ২১:২৭

শেয়ার

‘আ.লীগের দোসর’ তালিকায় রৌমারীর ইউএনও’র নাম
ছবি : বাংলা এডিশন

আওয়ামীলীগের দোসরদের তালিকায় নাম উঠে এসেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল কুমার হালদারের।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে 'সচিবালয়ে ও প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ' শীর্ষক সংবাদ সম্মেলন আয়োজন করে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। সংবাদ সম্মেলনে তারা সচিবালয়ে কর্মরত ৪৪ জন আমলা এবং প্রশাসনের প্রায় ৫০ জন কর্মকর্তার একটি তালিকা প্রকাশ করে। ওই তালিকার ৫ নম্বরে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদারের নাম অন্তর্ভুক্ত করা হয়।

তালিকার তথ্যসূত্রে জানা গেছে, উজ্জ্বল কুমার হালদার ছাত্র-জনতার আন্দোলন দমনে রাজধানীর গুরুত্বপূর্ণ অঞ্চল-সায়েদাবাদ, হানিফ ফ্লাইওভার, যাত্রাবাড়ী, শনির আখড়া ও দনিয়া এলাকায় হামলার নির্দেশ দিয়েছিলেন। সে সময় তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও জানা গেছে, "উজ্জ্বল কুমার হালদার তার শিক্ষাজীবনে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অনিয়ম ও অপরাধে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনেও তিনি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন।

এবিষয়ে জানতে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদারের সরকারি মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।



আরও পড়ুন:

banner close
banner close