মঙ্গলবার

২০ মে, ২০২৫
৬ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৩ জিলক্বদ, ১৪৪৬

লাখো মানুষের যাতায়াতের ব্রিজ এখন মরণফাঁদ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে, ২০২৫ ১৪:৩৫

শেয়ার

লাখো মানুষের যাতায়াতের ব্রিজ এখন মরণফাঁদ
ছবি: বাংলা এডিশন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বেলদহ ব্রিজ এখন যেন এক মরণফাঁদ! ঝিনাই নদীর ওপর ১৯৭৫ সালে নির্মিত সেতুটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন ব্যবহারকারীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ব্রিজের মাঝখানে সৃষ্টি হয়েছে বড় গর্ত, বিভিন্ন অংশে খসে পড়েছে পলেস্তারা, ভারী যানবাহন উঠলেই কেঁপে উঠে পুরো কাঠামো। ফলে প্রতিদিন আতঙ্কের মধ্যে দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন আশপাশের ২৫টি গ্রামের হাজারো মানুষ।

জানা গেছে, ঘাটাইল উপজেলার দিগলকান্দি আনেহলা ইউনিয়নের বেলদহ, দত্তগ্রাম, বিয়ারা, বাগুনডালি, সাধুটি, একাশি, গৌরাঙ্গী, কোলাহা, মোগলপাড়া, বৈলতৈলসহ অন্তত ২৫টি গ্রামের মানুষ নিয়মিত এই ব্রিজ ব্যবহার করে থাকেন। যাতায়াত পণ্য পরিবহনের একমাত্র সহজ মাধ্যম হওয়ায় বিকল্প পথ না থাকায় বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে সবাইকে।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজের গর্তে প্রতিনিয়ত আটকে যায় যানবাহন, ঘটে ছোট-বড় দুর্ঘটনা। আহত হচ্ছেন পথচারী, যাত্রীরা। এক যাত্রী বলেন, প্রতিদিন যখন এই ব্রিজে উঠি, মনে হয় আর নেমে আসতে পারব না। ভয় লাগে গর্তে গাড়ি উল্টে না পড়ে।

চালকরাও বলেন, ব্রিজের অবস্থার কারণে গাড়ি নিয়ে পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু পথ ছাড়া বিকল্প নেই।

স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। তাদের দাবি, শুধু সংস্কার নয়, জরুরি ভিত্তিতে নতুন ব্রিজ নির্মাণ করতে হবে।

বেলদহ গ্রামের বাসিন্দা বিপ্লব বাবু বলেন, এখনই সময় নতুন ব্রিজ নির্মাণের। আর যেন কোনো দুর্ঘটনা না ঘটে, মানুষ যেন স্বস্তিতে যাতায়াত করতে পারে।

মো. রেজাউল, মো. তারা, সাইফুল ইসলাম, গোবিন্দসহ অন্যান্য এলাকাবাসীও একই দাবি জানান।

ঘাটাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ ফজলুর রহমান বলেন, বেলদহ ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। শিগগিরই এর বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে। 

 

banner close
banner close