
ছবি: বাংলা এডিশন
চুয়াডাঙ্গার জীবননগরে পাঁচশ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল-ডাল-তেলসহ ১৬ ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’। কুরবানি ঈদের আগে এমন উপহার পেয়ে খুশি পরিবারগুলো।
দোস্ত এইডের নির্বাহী সদস্য সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে সোমবার বিকেলে উপজেলার হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস, উপজেলার সমাজসেবা অফিসার মো. জাকির উদ্দিন মোড়োল।
প্রধান অতিথির বক্তব্যে জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন বলেন, দোস্ত এইড সোসাইটি ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এতে অসহায় মানুষের কষ্ট অনেকটাই কমবে। আশা করি, দোস্ত এইডের এ ধরনের কার্যক্রম অত্র এলাকায় অব্যাহত থাকবে।
প্রধান আলোচকের বক্তব্যে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ যাচ্ছে দোস্ত এইড। অসহায় মানুষের কষ্ট কমাতে এখানে ৫০০ ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গার শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ মো. রমজান আলী, জুনিয়র এক্সিকিউটিভ মো. আতিকুল ইসলাম ও অনিম আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আসিফ আল ফারুকী, সাংবাদিক চাষী রমজান।
উল্লেখ্য, ‘দোস্ত এইড’ ২০১৭ সাল থেকে দেশব্যাপী টিউবওয়েল, অজুখানা ও গভীর নলকূপ স্থাপন, স্বাবলম্বীকরণ, ভ্যান ও রিকশা বিতরণ, সেলাই মেশিন বিতরণ, মসজিদ নির্মাণ, হুইলচেয়ার বিতরণ, চোখের ছানি অপারেশন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা সামগ্রী বিতরণ, বৃত্তি প্রদান, নারীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, জরুরি ত্রাণ, রমজানে ইফতারি, কোরবানিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: