মঙ্গলবার

২০ মে, ২০২৫
৬ জ্যৈষ্ঠ, ১৪৩২
২২ জিলক্বদ, ১৪৪৬

সিঙ্গাইরে তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে, ২০২৫ ১২:২৩

শেয়ার

সিঙ্গাইরে তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে হত্যা
হত্যার শিকার মো. রাহুল আহমেদ। ছবি : বাংলা এডিশন

মানিকগঞ্জের সিঙ্গাইরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ রাহুল আহমেদ খান(১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচরের হানিফের ডাঙ্গার পাশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হত্যার শিকার মোঃ রাহুল আহমেদ উপজেলার ধল্লা ইউনিয়নের নং ওয়ার্ডের সাবেক মেম্বার মেদুলিয়া গ্রামের মোঃ নজরুল ইসলাম খানের ছোট ছেলে।

নিহতের স্বজন থানা পুলিশ সূত্রে জানাগেছে, প্রায় ১০ দিন আগে ধল্লা ইউনিয়নের কামুরা গ্রামের কয়েকজন যুবকের সাথে মোঃ রাহুলসহ তার বন্ধুদের সাথে তুচ্ছ ঘটনায় তাদের বাক-বিতণ্ডা ধাক্কাধাক্কি হয়। ওই ঝগড়াকে কেন্দ্র করে সোমবার রাতে ২০ থেকে ২৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে মোঃ রাহুল,আসিফ রাসেলসহ কয়েক বন্ধুর উপর হামলা চালায়। হামলায় কয়েকজন দৌড়ে পালাতে সক্ষম হলেও ঘটনাস্থলে রাহুল আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। পরে তার উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

হামলায় আহত রাসেল বলেন, ওই রাতে আমাদের উপর ১৫/২০ জন হামলা করে। এদের মধ্যে স্থানীয় মোঃ তরিকুল মোঃ রাজিব নামে দুইজনকে চিনতে পেরেছি। বাকিদের দেখলে চিনতে পারবো। হামলায় আমি দৌড়ে পালালেও মোঃ রাহুলকে ওরা ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে।

আসিফ নামে মোঃ রাহুলের বন্ধু বলেন, হামলাকারীরা বাঁশের লাঠি, দাঁ চাকু হাতে আমাদের উপর হামলা করে। আমাকে বাশের লাঠি রড দিয়ে আঘাত করে। রাহুলকে ঘটনাস্থলে চাকু দাঁ দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিহত রাহুলের বাবা নজরুল ইসলাম খান বলেন, আমি দোকান থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলে মৃত অবস্থায় পড়ে আছে এসময় ছেলের সারা শরীরে দাঁড়ালো অস্ত্রের কোপের চিহ্ন দেখতে পাই।

স্থানীয়রা জানান, হত্যাকারীরা কিশোর গ্যাং চক্রের সক্রিয় সদস্য এবং মাদকের সঙ্গে জড়িত। এলাকাবাসী আরও বলেন, ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ দল মোটরসাইকেল দিয়ে বেপরোয়া চলাফেরা, মেয়েদের ইভটিজিংসহ নানা অপরাধের সঙ্গে জড়িত রয়েছে।

সিঙ্গাইর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জে..এম তৌফিক আজম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

banner close
banner close