
গাজীপুরের টঙ্গীতে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে একটি পোশাক কারখানায় অসন্তোষ দেখা দিয়েছে। আজ সকালে গাজীপুরা সাতাইশ এলাকার বেইস ফ্যাশনস লিমিটেড নামক কারখানায় এই শ্রমিক অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে গাজীপুরা-সাতাইশ রোড বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
পুলিশ জানায়, বেইস ফ্যাশনস কারখানায় প্রায় ৮০০ শ্রমিক কাজ করেন। ১৮ মে কারখানা কর্তৃপক্ষ অসৌজন্যমূলক আচরণের কারণে এক শ্রমিককে ছাঁটাই করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত শ্রমিকরা ১৯ মে কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ওইদিন রাতে কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানিয়ে দেয়।
মঙ্গলবার সকালে শ্রমিকরা যথারীতি কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা-সাতাইশ আঞ্চলিক সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে থানা, শিল্প-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
এ ব্যাপারে বেইস ফ্যাশনস লিমিটেড কারখানার মালিক এহতেরাব হোসেন জানান, তার কারখানায় শ্রমিকদের কোনো বেতন-ভাতা বকেয়া নেই।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে শাখা সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।
আরও পড়ুন: