মঙ্গলবার

২০ মে, ২০২৫
৫ জ্যৈষ্ঠ, ১৪৩২
২২ জিলক্বদ, ১৪৪৬

রাজীবপুরে সড়ক দূর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে, ২০২৫ ২২:১৭

শেয়ার

রাজীবপুরে সড়ক দূর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
প্রতীকী ছবি

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের উত্তর মরিচাকান্দি গ্রামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৭৫ বছর।

সোমবার  সকালে স্থানীয়রা রৌমারী-ঢাকা মহাসড়কে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়।

স্থানীয় হাবিবুর রহমান জানান, সকালে দেখি একজন বৃদ্ধ মানুষ সড়কে পড়ে আছে। ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখি তিনি মৃত। পরে আমরা পুলিশে খবর দেই। তিনি আরও বলেন, রাতে অথবা ভোরে কোন গাড়ির সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় তিনি মৃত্যু বরণ করেছেন বলে তারা ধারণা করেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ বেশ কয়েক মাস থেকে উপজেলার বটতলা এলাকায় থাকত। তিনি কথা বলতে পারত না। ভিক্ষাবৃত্তি ও মানুষের দেয়া খাবার খেয়ে জীবনযাপন করত, রাত্রি যাপন করত বিভিন্ন  দোকানের বারান্দায়।

রাজীবপুর থানার অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (এসআই) আতিকুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ও শনাক্ত করার জন্য কুুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

banner close
banner close