মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

শিক্ষার্থীদের ধাওয়ায় আহত যুবলীগ নেতা পেলেন ‘জুলাই যোদ্ধা’ অনুদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে, ২০২৫ ১৩:৫৯

শেয়ার

শিক্ষার্থীদের ধাওয়ায় আহত যুবলীগ নেতা পেলেন ‘জুলাই যোদ্ধা’ অনুদান
অনুদানের ছবি।

খুলনায় ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গিয়ে আহত যুবলীগ নেতা মিনারুল ইসলাম ‘জুলাই যোদ্ধা’ হিসেবে এক লাখ টাকার অনুদান পেয়েছেন—এমন অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এদিকে এ ঘটনায় রোববার (১৮ মে) রাতে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডলকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্রদের আন্দোলনে খুলনা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়ান মিনারুল। শিক্ষার্থীদের ধাওয়ার মুখে তিন তলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে আহত হন তিনি। কিন্তু গত ১৪ মে তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ‘আহত জুলাই যোদ্ধা’ হিসেবে ‘সি ক্যাটাগরি’তে এক লাখ টাকার চেক গ্রহণ করেছেন।

অনুসন্ধানে জানা গেছে, মিনারুল তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। যদিও ২০২৩ সালের অক্টোবর মাসে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থানের কারণে তাকে বহিষ্কার করা হয়।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী চেক বিতরণ করা হয়েছে। মিনারুল ইসলামের নামটিও মন্ত্রণালয় থেকে সুপারিশ করা। মূল বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।



আরও পড়ুন:

banner close
banner close