
ছবি: সংগৃহীত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে দুইজনের নাম পরিচয় জানা গেছে। একজন হলেন, মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক। অপরজনের নাম দেলোয়ার। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: