সোমবার

১৯ মে, ২০২৫
৪ জ্যৈষ্ঠ, ১৪৩২
২১ জিলক্বদ, ১৪৪৬

টেকনাফে ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মে, ২০২৫ ২২:১৬

শেয়ার

টেকনাফে ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
ছবি : বাংলা এডিশন

টেকনাফে ৫০ হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল জব্দ করে প্রকাশ্যে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও  সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ১৫ এপ্রিল হতে ১১ জুন  পর্যন্ত মোট ৫৮ দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার ১৮ মে কক্সবাজার জেলা মৎস্য অফিসারের নির্দেশে ও টেকনাফ উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতির পরামর্শক্রমে এবং টেকনাফ উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায়  সকাল ১০টা হতে থেকে  বিকাল পর্যন্ত টেকনাফ উপজেলার বিভিন্ন মাছঘাটে  অভিযান পরিচালনা করে ৫০ হাজার  মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়েছে। কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার, সাবরাং নৌ-পুলিশের এসআই অভিযানে উপস্থিত ছিলেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

banner close
banner close