সোমবার

১৯ মে, ২০২৫
৪ জ্যৈষ্ঠ, ১৪৩২
২১ জিলক্বদ, ১৪৪৬

ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্ৰেফতার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মে, ২০২৫ ২১:৪৯

শেয়ার

ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্ৰেফতার
ছবি : বাংলা এডিশন
ঝালকাঠির রাজাপুরে ৯১পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিফাত খান (২২) নামের এক যুবককে গ্ৰেফতার করেছে রাজাপুর থানা পুলিশ।
 
শনিবার  রাতে উপজেলার বাগড়ি বাজার মহিলা কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিফাত খান ঝালকাঠি সদরের কিফাইতনগর গ্রামের মুন্নাফ খানের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, রাজাপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগড়ি বাজার, মহিলা কলেজ এলাকার জামাই শশুর টি স্টল নামক চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে রিফাত খানকে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
 
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
 
banner close
banner close