রবিবার

১৮ মে, ২০২৫
৪ জ্যৈষ্ঠ, ১৪৩২
২১ জিলক্বদ, ১৪৪৬

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মে, ২০২৫ ১৯:০৩

শেয়ার

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ছবি : বাংলা এডিশন
ছাত্র-জনতার সরকার পতন আন্দোলনে নিহত ছাত্রদলকর্মী সুমন সেখ হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) দুপুরে শহরের দত্তবাড়ি মহল্লায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
 
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা জানান, শহরের একডালা মহল্লার ছাত্রদলকর্মী সুমন সেখ হত্যাকাণ্ডে চলমান তদন্তে শেখ খালেদ সাইফুল্লাহ সাদীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এ প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দাবিতে চলা ছাত্র-জনতার আন্দোলনের প্রাক্কালে শহরে সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন ছাত্রদল ও সরকার সমর্থক সংগঠনের মধ্যে সহিংসতায় ছাত্রদলকর্মী সুমন সেখ নিহত হন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
 
স্থানীয় রাজনৈতিক মহলে গ্রেপ্তারটি আলোচনার জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
 
banner close
banner close