
নীলফামারীর কিশোরগঞ্জে ধান মাড়াইয়ের ট্রাক্টর উল্টে সোনা মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার মুশা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া মুসা হাজী পাড়া এলাকার জিয়ারুল ইসলামের ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সারাদিন বিভিন্ন জায়গায় ধান মাড়াই শেষ করে ট্রাক্টর নিয়ে সোনামিয়াসহ কয়েকজন যুবক বাড়ি ফিরছিলেন। এসময়ে মুশা বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে সোনা মিয়াসহ দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে তাদের অবস্থা বেগতিক দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোনা মিয়াকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ধান মাড়াই ট্রাক্টর উল্টে একজন হাসপাতালে মারা গেছেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: