রবিবার

১৮ মে, ২০২৫
৪ জ্যৈষ্ঠ, ১৪৩২
২০ জিলক্বদ, ১৪৪৬

পাহাড়ি ঢলে ভাঙলো কাঠের সেতু, বিপাকে ১১ গ্রামের মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মে, ২০২৫ ১৩:৫০

শেয়ার

পাহাড়ি ঢলে ভাঙলো কাঠের সেতু, বিপাকে ১১ গ্রামের মানুষ
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার লালকুড়া কাঠের সেতুটি পাহাড়ি ঢলে ভেঙে গেছে। এতে ১১টি গ্রামের ২০ হাজার মানুষের যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকার জিঞ্জিরাম নদীর ওপরে কাঠের সেতুটি ভারতীয় পাহাড়ি ঢলে আসা পানির স্রোতে ভেঙে যায়।

এতে স্থানীয় হাট-বাজার ও উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছে ওইসব এলাকার মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ২০২৪ সালে জিঞ্জিরাম নদীর ওপরে কাঠ-বাঁশ দিয়ে সেতু তৈরি হয়। ওই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছিল ১১টি গ্রামের বাসিন্দারা।

বর্তমানে সেতুটি ভেঙে পড়ায় যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এ ব্যাপারে যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, ‘শনিবার দুপুরে পাহাড়ি ঢলে কাঠের সেতুটি ভেঙে পড়ায় ২০ হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।’

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। তবে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের বলা আছে ঝড়ে কিংবা অন্য কোনো কারণে ক্ষতি হলে সেটি প্রকল্পের মাধ্যমে কাজ করা হবে।’

banner close
banner close