
টাঙ্গাইলের কালিহাতীতে খোদেজা বেগম (৫৫) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামের পশ্চিমপাড়ার রেললাইন সংলগ্ন ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। খোদেজা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আতোয়ার রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, খোদেজা বেগমের স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। প্রায় ১০-১২ বছর আগে সে মারা যায়। তিনি যমুনা সেতু-জামালপুর রেললাইন সংলগ্ন নির্জন একটি বাড়িতে একাই বসবাস করতো। তার কোনো সন্তান নেই। তবে আসাদুজ্জামান নামে তার একটি পালিত ছেলে রয়েছে।
ছেলে আসাদুজ্জামান জানান, গত ১৩ মে বাড়িতে এসে তিনি মাকে দেখে গেছেন। দুই দিন যাবৎ মোবাইল ফোনে মাকে পাওয়া যাচ্ছিল না। শনিবার বেলা ১১টার দিকে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ ও সিঁধ কাটা দেখতে পান। তার মা শয়নকক্ষে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। তার মুখমণ্ডল ও কপালে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ধারণা করছেন, তার মাকে হত্যা করা হয়েছে।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার কালিহাতী (সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে। তবে তদন্ত কাজ চলমান রয়েছে।
আরও পড়ুন: