রবিবার

১৮ মে, ২০২৫
৪ জ্যৈষ্ঠ, ১৪৩২
২০ জিলক্বদ, ১৪৪৬

ব্রিজের ওপর বগি রেখেই চলে গেল ট্রেন

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মে, ২০২৫ ০৫:২০

শেয়ার

ব্রিজের ওপর বগি রেখেই চলে গেল ট্রেন
ছবি: সংগৃহীত

কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ১৩টি বগি রেখেই নেত্রকোণা রেলওয়ে স্টেশনে চলে গেছে। এতে মাঝপথে অন্ধকারাচ্ছন্ন রেল ব্রিজের ওপর আতঙ্কিত হয়ে অপেক্ষা করছেন যাত্রীরা। 

শনিবার (১৭ মে) সন্ধ্যায় নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পরিচালক জাহিদ হোসেন সাঈদ।

এ দিকে ট্রেনটির যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, এ রকম ঘটনা তারা কল্পনাও করতে পারেন না। ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি নেত্রকোণা সদরের চল্লিশ এলাকায় এসে রেল ব্রিজে ওঠার পর হঠাৎ একটি শব্দ এবং ঝাঁকুনি তারা অনুভব করেন। পরবর্তীতে ট্রেনের গতি আস্তে আস্তে কমতে থাকে এবং এক সময় স্থির হয়ে যায়। খোঁজ নিয়ে তারা জানতে পারেন, ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে থাকা বগিগুলো রেখে চলে গেছে। 

ক্ষুব্ধ যাত্রীরা আরও জানান, এমন একটা জায়গায় আমরা আটকে ছিলাম, যেখানে ট্রেন থেকে নামতেও পারছিলামনা , কোথাও যেতেও পারছিলামনা। অন্ধকারের মধ্যে এভাবে বসে থাকতে অনিরাপদ বোধ হচ্ছিল।

এ বিষয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পরিচালক জাহিদ হোসেন সাঈদ বলেন, দুপুর ১টা ১৫ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় আসলে রেল ব্রিজে ওঠার পর হঠাৎ ট্রেনের প্রথম বগির বাফার সেল ভেঙে ১৩টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এমন অবস্থায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে যুক্ত একটি বগি নিয়েই নেত্রকোণা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে ট্রেনটি। 

তিনি আরও বলেন, যদিও পরবর্তীতে ট্রেনটি একটি বগিসহ বিচ্ছিন্ন হওয়া বগির কাছে ফিরে আসে এবং ময়মনসিংহ থেকে রাত ১০টার পর রিলিফ ট্রেন পৌঁছালেও মুষলধারে বৃষ্টি থাকায় উদ্ধারকাজ উদ্ধার কাজ বিলম্ব হয় হলে জানন রেলওয়ে কর্তৃপক্ষ।

 

 

banner close
banner close