শনিবার

১৭ মে, ২০২৫
৩ জ্যৈষ্ঠ, ১৪৩২
১৯ জিলক্বদ, ১৪৪৬

সিরাজগঞ্জে চাঁদা দাবির অভিযোগে যুবদল–কৃষক দলের ৩ নেতা পিটুনির শিকার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মে, ২০২৫ ০৯:৪৯

শেয়ার


সিরাজগঞ্জে চাঁদা দাবির অভিযোগে যুবদল–কৃষক দলের ৩ নেতা পিটুনির শিকার
ছবি: যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, সদস্য রোকনুজ্জামান এবং কৃষক দলের সলঙ্গা থানা শাখার সদস্য সচিব সোবহান আলী।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের নইপাড়া গ্রামে চাঁদা দাবির অভিযোগে যুবদল ও কৃষক দলের তিন নেতাকে আটকে রেখে পিটুনি দিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয়রা। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
 
আহতরা হলেন—সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, সদস্য রোকনুজ্জামান এবং কৃষক দলের সলঙ্গা থানা শাখার সদস্য সচিব সোবহান আলী।
 
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম ও আরব আলী জানান, তিন-চারটি মোটরসাইকেলে করে ৮-৯ জন ব্যক্তি এসে গ্রামের এক পুকুর খননকারীর কাছে চাঁদা দাবি করেন। এ সময় স্থানীয় নারী-পুরুষের একাংশ ক্ষিপ্ত হয়ে তিনজনকে আটকে রেখে মারধর করে এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করে। বাকিরা পালিয়ে যায়।
 
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে মারধরের দৃশ্য দেখা গেছে।
 
তবে জেলা বিএনপির সহসভাপতি মতিয়ার রহমান সরকার জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং খোঁজ নিয়ে মন্তব্য করবেন। সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার বলেন, “পুকুর খননের কাজটি অবৈধভাবে করা হচ্ছিল। রাস্তা নষ্ট হচ্ছিল। নেতাকর্মীরা চাঁদা দাবি নয়, বরং খনন বন্ধে কথা বলতে গিয়েছিলেন।”
 
সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির জানান, “পুলিশ গিয়ে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
 
banner close
banner close