
কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাতে শান্তিবাজার-কাকারা-মানিকপুর-ইয়াংছা সড়কের চকরিয়া উপজেলার কাকারা মাঝেরফাঁড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকার মৃত আফজল আহমদের ছেলে শহীদুল ইসলাম ও উপজেলার পূর্ব বড় ভেওলা ফজুমিয়াজী চর এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ কাইসার।
এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, ‘বান্দরবানের লামার ইয়াংছা থেকে সিএনজি অটোরিকশাযোগে চকরিয়ার দিকে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে সুরাজপুর মাঝের ফাঁড়ি ব্রিজ এলাকার পূর্ব পার্শ্বে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুইজন ঘটনাস্থলেই মারা যান।’
দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে বলেও জানান ওসি শফিক।
আরও পড়ুন: