শনিবার

১৭ মে, ২০২৫
২ জ্যৈষ্ঠ, ১৪৩২
১৯ জিলক্বদ, ১৪৪৬

সাভারের বিরুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটির সংবর্ধনায় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মে, ২০২৫ ২০:৩৯

শেয়ার

সাভারের বিরুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটির সংবর্ধনায় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী
ছবি: বাংলা এডিশন

আন্তর্জাতিক আইনের উচ্চ শিক্ষায় বেসরকারী ইস্টার্ন ইউনিভার্সিটি অন্যন্য অবদান রাখছেন বলে মন্তব্য করেছেন বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। শুক্রবার বিকেলে সাভারের বিরুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মনরো ই.প্রাইস মিডিয়া ল. ও বিশ্বকাপ মুট খ্যাত ফিলিপ সি. জেসেপ ইন্টারন্যাশনাল মুট কোর্ট প্রতিযোগীতায় সাফল্যের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বলেন, ‘এখন দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলোতে অনেক ভালো পড়াশুনা করে শিক্ষার্থীরা উন্নত জিবন গড়ছেন।’

যুক্তরাষ্ট্রে চারদিন ব্যাপি প্রতিযোগীতায় ইন্টার্ন ইউনিভার্সিটির চার জন শিক্ষার্থী গৌরবের সাথে অংশ গ্রহণ করেন এবার। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী মাহির চৌধুরী আবির, সাকিব খন্দকার, রাইসা চৌধুরী ও রিয়াসাত আজিম।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ইস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. সামছুল হুদা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট ড.খালেদ হামিদ চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদ, রেজিষ্ট্রার ড .আবুল বাশার খান, আইন অনুষদের ডীন এ বি এম ইমদাদুল হক খান, আইন বিভাগের প্রভাষক ওমর ফারুক

banner close
banner close