শুক্রবার

১৬ মে, ২০২৫
২ জ্যৈষ্ঠ, ১৪৩২
১৯ জিলক্বদ, ১৪৪৬

চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে চেক বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মে, ২০২৫ ১৪:০৮

শেয়ার

চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে চেক বিতরণ
ছবি : বাংলা এডিশন
চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানে আহত তৃতীয় শ্রেনীভুক্ত ৪৬ জন যোদ্ধার হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। আহতদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।
 
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করেন
জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার আব্দুর রহমান। 
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলন ছিল সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দুর্বার প্রতিরোধ। এই যোদ্ধারা দেশের গণতন্ত্র ও অধিকার রক্ষায় যে অবদান রেখেছেন, তা জাতি চিরকাল স্মরণ রাখবে।
 
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এই উদ্যোগকে অনুষ্ঠানে উপস্থিত সবাই স্বাগত জানান এবং জুলাইযোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা ও সম্মান প্রদর্শনের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্কসহ আহত যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য ও আন্দোলনকারী শিক্ষার্থীরা।
 
banner close
banner close