
আবহাওয়া অনুকুলে থাকায় সাভারে এবার আমের বাম্পার ফলন হয়েছে। বৃহস্পতিবার থেকে সাভার হর্টিকালচার সেন্টার রাজালাখে ফরমালিন মুক্ত আম বাগান থেকে সংগ্রহ করে বাজারে বিক্রি শুরু হয়েছে।
বাগানে বিভিন্ন প্রজাতির আম পাওয়া যাচ্ছে। বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। এছাড়াও সেখানে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে।
সাভারে বিভিন্ন আমের বাগানে এখন শুধু আম আর আম। হিমসাগর, ল্যাংড়া, আম রূপালি, ন্যাংড়া, ফজলিসহ নানা জাতের আম এবার চাষ হয়েছে এ উপজেলায়।
সাভারের বাগানে উৎপাদিত আম জেলার চাহিদা পূরণ করে দেশ ও দেশের বাইরেও রফতানি করা সম্ভব হবে বলে আশা করছেন আম বাগান মালিকরা।
সাভার উপজেলা কৃষি অফিস জানায়, কৃষি বিভাগের তদারকিতে ও কৃষকের পরিশ্রমে চলতি মৌসুমে আমের বাম্পার ফলন হয়েছে। আগের মৌসুমগুলোতে কৃষকের সামান্যতম সচেতনতার অভাবে আম-চাষীরা আমের বাম্পার ফলন থেকে বঞ্চিত হয়েছেন।
সামান্য সচেতন হলেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অধিক ফলনসহ বাণিজ্যিকভাবে আমের বাজারজাতকরণ ও পরিবারের আর্থিক উন্নয়ন ঘটানো সম্ভব বলেও জানানো হয়েছে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে।
আরও পড়ুন: