বুধবার

১৪ মে, ২০২৫
৩১ বৈশাখ, ১৪৩২
১৭ জিলক্বদ, ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে, ২০২৫ ১৬:১০

শেয়ার

ঠাকুরগাঁওয়ে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

গাছের নিচে পড়ে থাকা লিচু কুড়িয়ে খাচ্ছিলেন তিন বছরের শিশু সিয়াম আলী। হঠাৎ গলায় আটকে গেলে স্বজনরা সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে সিয়ামের পরিবারে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সিয়াম ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী রশেদা বেগম জানান, ‘বাড়ীর আঙিনায় লিচু গাছের নিচের খেলা করছিল সিয়ামসহ অন্য শিশুরা। এ সময় গাছের নিচে পড়ে থাকা লিচু কুড়িয়ে খাওয়ার সময় গলায় আটকে যায় সিয়ামের। অন্য শিশুরা চিৎকার দিলে সিয়ামকে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সিয়ামের বাবা ও প্রতিবেশীরা। চিকিৎসক সেখানে সিয়ামকে মৃত ঘোষণা করে।’  

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহাদুজ্জামান সজিব বলেন, ‘হাসপাতালে পৌছানোর আগেই শিশুটি মারা গেছে। ইমারজেন্সি বিভাগে শিশুটির গলা থেকে লিচু বের করেছে চিকিৎসক। গলায় দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে মৃত্যু হয় শিশুটির।

 

banner close
banner close