বুধবার

১৪ মে, ২০২৫
৩১ বৈশাখ, ১৪৩২
১৬ জিলক্বদ, ১৪৪৬

মাদারীপুরে তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে, ২০২৫ ১৪:০৪

শেয়ার

মাদারীপুরে তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মাদারীপুরে তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধি, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে ‌বুধবার সকাল ১১টায় সমাদ্দার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম।  

এ সময় সহকারী তথ্য অফিসার মো. বেনজীর আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম, সমাদ্দার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস হোসেন, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীসহ অন্যরা। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ’৫২-এর ভাষা আন্দোলনের কারণে আজ আমরা বাংলায় কথা বলছি। ৭১-এর মুক্তিযুদ্ধ এবং জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের স্বাধীনতা তরুণদের হাত ধরেই এসেছে। তরুণরাই আগামীর দিক নির্দেশক। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিলোনা তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে। সাথে সাথে তারা নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে। তরুণদের শিক্ষার সাথে সাথে কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘দূর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাড়াতে হবে। সকল ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। তরুণদের হাত ধরেই জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রে যেনো বৈষম্য ও স্বৈরশাসন তৈরি না হয় সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। তরুণদের সকল ক্ষেত্রে প্রাধান্য দিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।’

banner close
banner close