বুধবার

১৪ মে, ২০২৫
৩০ বৈশাখ, ১৪৩২
১৬ জিলক্বদ, ১৪৪৬

ঝালকাঠিতে খালে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৩ মে, ২০২৫ ২২:০৭

শেয়ার

ঝালকাঠিতে খালে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের পূর্ব পাওতা গ্রামে মঙ্গলবার দুপুর আনুমানিক ১ টা ২০ মিনিটের দিকে খালে ডুবে আদুরী (২) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। 
‎নিহত আদুরীর পিতার নাম জসিম হাওলাদার ও মায়ের নাম কলি বেগম।
পরিবার ও ‎স্থানীয়রা জানান, আদুরী বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে সে বাড়ির পাশে খালের দিকে চলে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে, এক পর্যায়ে পাওয়া গেলে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
বিষয়টি নিশ্চিত করে ডা. ইলিয়াস হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা পরীক্ষা করে তার কোনো প্রাণচিহ্ন পাইনি। 
banner close
banner close