বুধবার

১৪ মে, ২০২৫
৩০ বৈশাখ, ১৪৩২
১৬ জিলক্বদ, ১৪৪৬

হাতীবান্ধায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে, ২০২৫ ২১:৫৯

শেয়ার

হাতীবান্ধায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ছবি : বাংলা এডিশন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভুয়া ডাক্তার ডিগ্রি ব্যবহারকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার সকালে উপজেলার দইখাওয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম মিঞা।

অভিযানে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে রবিউল ইসলামের মায়ের দোয়া চিকিৎসালয় সিলগালা করা হয়। একই সঙ্গে অপর এক ভুয়া চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে ভ্রাম্যমাণ আদালত ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে দুই বছরের কারাদণ্ড প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, ভুয়া চিকিৎসকদের কারণে সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এ ধরনের প্রতারকচক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: শরিফুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল হক, গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা, হাতীবান্ধা থানার এসআই গোলাম কিবরিয়া, হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইয়েদ মোঃ ইমরান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

banner close
banner close