মঙ্গলবার

১৩ মে, ২০২৫
৩০ বৈশাখ, ১৪৩২
১৬ জিলক্বদ, ১৪৪৬

পেটের ভিতর ইয়াবা পাচার করতে গিয়ে আটক ৩ বোন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে, ২০২৫ ১৬:৪৪

শেয়ার

পেটের ভিতর ইয়াবা পাচার করতে গিয়ে আটক ৩ বোন
ছবি : বাংলা এডিশন
পাচারের উদ্দেশ্যে পেটের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিলো অবৈধ মাদক ইয়াবা।  শারীরিক ঝুঁকি নিয়েও রক্ষা হয়নি পাচারকারী তিন বোনের, অবশেষে ধরা পড়তে হয়েছে বিজিবির হাতে।
 
সোমবার  মেরিন ড্রাইভের ইমামের ডেইল চেকপোস্টে তাদের আটক করে উখিয়া ব্যাটেলিয়ন (৬৪ বিজিবি)।
 
আটককৃতরা হলো, টেকনাফ সদরের ৫নং ওয়ার্ড এর বাসিন্দা নুর হোসেনের তিন কন্যা ইসমোতারা (২৭), সকিদা (২৪) ও সামিহা (১৮)।
 
আটকের পর এক্সরে করিয়ে তাদের পেটে শনাক্ত করা হয় পলিথিন সাদৃশ্য বস্ত, পরে বিশেষ প্রক্রিয়ায় উদ্ধার হয় ১০ টি কালো প্যাকেটে থাকা ২৯৯০ পিস ইয়াবা।
 
উখিয়া ব্যটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জসিম জানান, ১৫ হাজার টাকার বিনিময়ে কক্সবাজারে পাচারের জন্য আটককৃতদের ইয়াবাগুলো দেয় এক রোহিঙ্গা নারী।
 
মাদক প্রতিরোধে বিজিবি তৎপর উল্লেখ করে তিনি বলেন, আটককৃতদের সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
banner close
banner close