
কক্সবাজারের চকরিয়ায় পানির পাম্প চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মান্নান নামের এক চোরের মৃত্যু হয়েছে। এ সময় চুরির করতে আসা বাবুল নামের আরেক চোর পালিয়ে গেছে। মঙ্গলবার ভোরে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে ৩নং ওয়ার্ডের অল্যার বাপের পাড়ার মোহাম্মদ বাদশা মিয়ার বাড়িকে এই ঘটনা ঘটেছে।
নিহত চোর আবদুল মান্নান উপজেলার সাহারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাফর আলম প্রকাশ জাফর মিস্ত্রির ছেলে। পালিয়ে যাওয়া চোর বাবুল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বুড়ির পাড়া এলাকার ইব্রাহিম ডাকাতের ছেলে।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত মান্নান, বাবুলসহ আরো কয়েকজন মিলে এলাকায় নিয়মিত চুরি-ডাকাতি করতো। মঙ্গলবার ভোর রাতে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের অল্যার বাপের পাড়ার মোহাম্মদ বাদশা মিয়ার বাড়িতে পানির পাম্প চুরি করতে যায় আবদুল মান্নান, বাবুলসহ আরও কয়েকজন চোর। পানির পাম্প চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান আবদুল মান্নান।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি চকরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানোর পর একদল পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আবদুল মান্নানের লাশ উদ্ধার করেছেন।’
আরও পড়ুন: