
কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে মনির উদ্দিন ওরফে মনু নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে। এ সময় তার দেয়া তথ্য মতে পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে ও শিলখালী ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
পেকুয়া থানার ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পল্লব ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে মনুকে গ্রেফতার করেছে। পরে তার দেয়া তথ্যমতে পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরী বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘মনুর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের হয়েছে। তাকে মঙ্গলবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াশ ম্যাজিস্ট্রিট আদালতে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: