মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

সাভারে পৃথক স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে, ২০২৫ ১২:২৯

শেয়ার

সাভারে পৃথক স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনী ও সিএন্ডবি এবং গকুলনগর এলাকা থেকে একই দিনে পৃথক তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে ও দুপুরে এবং সন্থ্যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশ তিন'টি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ বেতারের কেপিআই দেয়ালের পাশে ময়লার মধ্যে প্রায় পঞ্চাশোর্ধ অজ্ঞাত এক বৃদ্ধের লাশ পড়ে ছিল। লাশের বাম চোখ ও কপালে আঘাতের চিহৃ রয়েছে। অপরদিকে মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে আরো এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানান,ঘটনা দু'টি হত্যা না দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে বলে জানান সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞ। এছাড়াও তাদের পরিচয় সনাক্ত করতে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।



আরও পড়ুন:

banner close
banner close