
কুড়িগ্রামের কাউনিয়ায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে উপজেলার মীরবাগের বিজলের ঘন্টি বুড়াইল ব্রিজের কাছে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা মাস্টারপাড়া গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৫) ও কবির মামুদ গ্রামের নিবারণ চন্দ্র রায়ের ছেলে সঞ্জয় কুমার রায় (৪২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বেলাল ও কবির। তারা মীরবাগের বিজলের ঘন্টি বুড়াইল ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ আলী পরিবহণের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাস ও এর চালককে শনাক্তর চেষ্টা চলছে। এ ঘটনায় কাউনিয়া থানায় পরিবহণ আইনে একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: