
ছবি : বাংলা এডিশন
রাজনৈতিক কার্যক্রম চালানোর উদ্দেশ্যে উখিয়ার রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের বাড়িতে শামিয়ানা (প্যান্ডেল) তৈরি করে নেওয়া হচ্ছিলো প্রস্তুতি।
এমন সংবাদের সোমবার দুপুরে প্রেক্ষিতে উপজেলার রাজাপালং এলাকার মহাসড়ক লাগোয়া ঐ বাড়িতে প্রতিরোধ তৈরি করে সেই কার্যক্রম পন্ড করার দাবী করেছে ছাত্রদল, ভেঙ্গে ফেলা হয়েছে তৈরি করা শামিয়ানা।
উখিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হলে পালিয়ে যায় আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় জড়িতরা।
তিনি আরো বলেন, ইতিমধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আসলেও উখিয়ায় ফ্যাসিস্টরা নানা পাঁয়তারা চালাচ্ছে।
জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে রিদুয়ান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আওয়ামী লীগের ডেভিল দমনে আরো কঠোর হতে হবে, আমরা ছাত্রদলও মাঠে আছি।
আরও পড়ুন: