সোমবার

১২ মে, ২০২৫
২৯ বৈশাখ, ১৪৩২
১৫ জিলক্বদ, ১৪৪৬

বিএসএফের রেখে যাওয়া ৮১ জনকে শ্যামনগর থানায় হস্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১২ মে, ২০২৫ ১৫:৩৯

শেয়ার

বিএসএফের রেখে যাওয়া ৮১ জনকে শ্যামনগর থানায় হস্তান্তর
ছবি : বাংলা এডিশন

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রেখে যাওয়া ৮১ নাগরিককে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।

রোববার রাত ১১টার দিকে তাদের থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এর আগে, গত ৮ মে রাতে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় তাদের ফেলে যায় বিএসএফ। পায়ে হেঁটে এসব নাগরিকরা মান্দারবাড়িয়া বন ফাঁড়িতে পৌঁছায়।

শনিবার  রাত ১১টার দিকে মান্দারবাড়িয়া ক্যাম্প থেকে তাদের কোস্টগার্ডের কাকা-দোবেকী ক্যাম্পে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। রোববার দুপুরে তাদের নিয়ে উপকূলে পৌঁছায় কোস্টগার্ড।

জানা গেছে, এই ৮১ জনের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক রয়েছেন, বাকিরা বাংলাদেশি। তাদের বেশিরভাগের বাড়ি বরিশাল, নড়াইল ও খুলনা জেলায়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান,৮১ জন সবাই বাংলা ভাষায় কথা বলেন। বিভিন্ন সময়ে ভারতে গিয়ে নানা কাজে জড়িত ছিলেন। তাদের কোস্টগার্ডের হাতে তুলে দেয়া হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা বাংলা এডিশন কে জানান, কোস্টগার্ড পশ্চিম জোন ৮১ জনকে থানায় হস্তান্তর করেছে। এসব নাগরিকদের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রাখার ব্যবস্থা করা হয়েছে। খাবার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তাদের কেন বনের মধ্যে ফেলে যাওয়া হয়েছে, সেসব তথ্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি।

banner close
banner close