
সাভারে সরকারী পশু খাদ্য কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদের হামলায় আহত হয়েছে দুই আনসার সদস্য।
ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের কলমার পশু খাদ্য কারখানা টিএমআরে এ ডাকাতির ঘটনা ঘটে। পশু খাদ্য কারখানার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন বলেন, ‘ভোর রাতে কারখানাটিতে ২০-২২ সদস্যের একদল মুখোশধারী ডাকাত অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে কারখানার দেওয়াল টপকিয়ে ভেতরে প্রবেশ করে সিসি টিভি ক্যামেরা, ক্যাবল, জেনারেটরের ব্যাটারিসহ প্রায় নয় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’
এ সময় ডাকাতি করতে বাধা দেয়ায় ডাকাতরা দুই আনসার সদস্যকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, ‘ডাকাতির কোনো খবর এখনো পায়নি। এর আগেও কারখানাটি একবার কয়েক লক্ষ টাকার তার লুট হয়েছিল।’
আরও পড়ুন: