সোমবার

১২ মে, ২০২৫
২৯ বৈশাখ, ১৪৩২
১৪ জিলক্বদ, ১৪৪৬

শেরপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে, ২০২৫ ২২:০১

শেয়ার

শেরপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি।

শেরপুরের নালিতাবাড়ীতে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন খবির উদ্দিন নামে এক কৃষি শ্রমিক। একই ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সকুল।

রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আন্ধারুপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত খবির উদ্দিন ও আহত সকুল দুজনেই একই উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামের বাসিন্দা।

খবির উদ্দিন, সজমুল মিয়া এবং আরও কয়েকজন শ্রমিক মজুরির বিনিময়ে আন্ধারুপাড়ার কৃষক সারোয়ার হোসেনের বোরো ধান কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে খোলা মাঠেই বজ্রপাতে খবির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান এবং সকুল আহত হন।

পরে তাদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খবির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত সকুল প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহাদ রহমান খবির উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

banner close
banner close